চাষাবাদ এবং খামার ব্যবস্থাপনা, কৃষি বিপণন, ফসল উত্তোলন পরবর্তী ব্যবস্থাপনা, প্রযুক্তি বিষয়ক পরামর্শ এবং খামারির ভাল-মন্দ নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে Center For Development & Competitive Strategies Limited (CDCS) ।
মেলায় তাদের স্টলে উদ্যোক্তাদের এসব ব্যাপারে জানাচ্ছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সৈয়দা ফারজানা মুর্শেদ এবং প্রোগ্রাম সমন্বয়ক মাশরুর মোহাম্মদ হক।